প্রতিদিন অল্প একটু কাজ করেই আয় করুন ২০ থেকে ৩০ হাজার টাকা

Share:

আপনি যদি ভূল করেও এই লিংকটিতে ক্লিক করে থাকেন তারপরও আপনাকে ধন্যবাদ। তো

প্রতিদিন অল্প একটু কাজ করেই আয় করতে পারবেন ২০ থেকে ৩০ হাজার টাকা।

প্রতিদিন কয়েকটা ক্লিক করেই আপনি আরনিং করতে পারবেন লক্ষ লক্ষ টাকা।

আপনার লাইফ একেবারে উজ্জল করতে পারবেন, আপনি একজন ভালো অনলাইন ইনকামার হতে পারবেন ঠিক? আমরা টাকা ইনকাম করার জন্য এমন এমন কিছু ভিডিও ও পোষ্ট ইউটিউবে, গুগলে ও ফেসবুকে পেয়ে যায় যেখানে লেখা থাকে মোবাইল দিয়ে অল্প একটু কাজ করে আয় করুন হাজার হাজার টাকা। আশা করি সবাই পোস্টটা মনোযোগ্ দিয়ে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। আমি ঐ বিষয়টা নিয়েই আজকে কথা বলছি যে আসলেই কি টাকা ইনকাম করা যায়? নাকি করা যায়না? আসলে কোনটা ঠিক? তো ইদানিং এই ধরনের অনেক স্ট্যাটাস ফেসবুকের ভিবিন্ন গ্রুপে পাচ্ছি অল্প একটু কাজ করলেই নাকি ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করা যায়। মোবাইল থেকেই নাকি করা যায় লেপটপ কম্পিউটারের দরকার হয়না। আগে জানতে হবে অনলাইন থেকে ইনকাম করার কতগুলো পথ বা রাস্তা রয়েছে।

কি কি পদ্ধতিতে অনলাইন থেকে ইনকাম করা যায়।

এখন কেউ ইউটুবার আছে, ফ্রিলান্সার আছে, কেউ ব্লগিং করছে, কেউ মার্কেটিং করছে একেকজন একেক রকম আছে। তো আপনারা যেটা অনেক যায়গায় পাচ্ছেন মানে

অল্প একটু কাজ করেই কয়েকটা ক্লিকের মাধ্যমে টাকা আয় করা যায় আমি আজ এই বিষয়টার উপর ফোকাস করছি।

আসলে এটা কি? তো হচ্ছে কি আপনি ইনকাম করতে পারবেন। অনেকের কাছে আপনি শুনে থাকবেন তারা ইনকাম করছে। কিন্তু কতটুকু ইনকাম করে? প্রশ্নটাই এখানে, হয়তো ২০০০ ,৩০০০, ৫০০০ টাকা এর বেশি ইনকাম আমার লাইফে কখনো দেখিনি। এখন আমার কথাটা হচ্ছে আপনাদের কি সেই যতেষ্ট টাইম টা আছে? আপনাদের এখন বয়স কত? লাইক ১৭,১৮,১৯,২০,২২, ২৫ ইত্যাদি এরকমই হতে পারে। মানে ১৮ বছরের উপরেই সবাই। এখন আমার কথাটা হচ্ছে এই বয়সে আপনাদের চিন্তাটা হবে কি আপনি এমন একটা কিছু করবেন এমন একটা জিনিসের উপর টাইম পাস করবেন যেখান থেকে আপনি আপনার ফিউচার প্লানটাকে গড়তে পারবেন , স্টাবলিশ হতে পারবেন। এখন এই যে ক্লিক করে আরনিং করা করি মোবাইল টিপে টিপে ইনকাম করা এটা কি আপনার ফিউচারে আসলেই কোন কাজে আসবে? এটা আপনি নিজেই চিন্তা করে দেখবেন। হ্যা ভিডিও দেখে আরনিং হয় এডস দেখে আরনিং হয় ও ক্লিক করেও আরনিং করা যায় । কিন্তু এটা আপনার লাইফে কতটুকু স্থায়ী আপনি কতটুকু উপকৃত হচ্ছেন এটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন আপনি একটা ওয়েবসাইটে একাউন্ট করলেন সেখানে হয়তো আপনাকে প্রতিদিন ২০টা ৩০টা ক্লিক করতে দেওয়া হবে এবং ক্লিকের জন্য আপনাকে টাকা দেওয়া হবে। তো কত টাকা দেওয়া হবে? ১০টা ৫০টা ১০০টা এর বেশি ক্লিক করতে দেওয়া হবেনা। তো এই যে ক্লিক গুলো আপনি করলেন সেখান থেকে আপনি কত আরনিং করবেন ১ডলার ১.৫ডলার ২ ডলারই ধরলাম। এর বেশি আপনি আরনিং করতে পারবেন না। তবে কিছু কিছু ওয়েবসাইট রেফারেলের মাধ্যমে আরও বেশি ইনকামের সুযোগ দেয়। ধরলাম আপনি একমাসে ৫০০০ টাকা ইনকাম করলেন যদিও এটা সম্ভব না। তো এই টাকা দিয়ে আপনি কত দিন চলবেন? এখন কথা হচ্ছে আমরা স্টুডেন্ট হিসেবে ৫০০০ টাকা হলে হয়েই যায়। কিন্তু আসল কথা হচ্ছে এই কাজটা কতটা স্থায়ী? আপনি দেখবেন কাজটা আজ আছে কাল কাজটা নাও থাকতে পারে। আমি এইটাই বলতে চাচ্ছি যে দুই টাকা ইনকাম করে আপনার দশ টাকার সময় নষ্ট না করলেই মনে হয় ভালো হয়। এটাতে আসলেই কোনোকিছুই নাই এর চেয়ে ভালো হয় এই টাইমটাতে টাকা টা বাদ দিয়ে একটু কষ্ট করে হলেও যদি নিজের একটা এক্সপারটিস অর্জন করতে পারেন এটা আমার মনে হয় অনেক ভালো হয়। তো এই কারণেই আমি বলছি এগুলোর দিকে যাবেন না যে অল্প সময়ে টাকা ক্লিকে ক্লিকে টাকা। এগুলোর মধ্যে আছে আরনিং আমি বলছি না যে নাই। কিন্তু দুই হাজার তিন হাজার করে দিবে আবার কেউ কেউ দেখবেন টাকা উঠাতেই পারে না। এটা হচ্ছে শুধুমাত্র ইউএস, ইউরোপ, ফিলিপিনস এর একটা বিজনেস। তাদের ওয়েবসাইট রেঙ্কিং করা, তাদের ভিডিও রেঙ্কিং করা, ইউটিউব চেনেল রেঙ্কিং করা আমাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্চে। আমরা এগুলোতে যাব না। আমরা কি করব ভালো একটা কাজ শিখে নিব। দেখেন আপনি যদি এগুলোর পিছনে ৬ মাস সময় দেন কত টাকা আয় করবেন? তার চেয়ে যদি আমরা এই ৬ টা মাস আমাদের ব্রেইনটাকে ভালো একটা কাজের পিছনে ব্যায় করি তাহলে মনে হয় এর থেকে বেশি লাইফ টাইম আয় করা সম্ভব । আপনার শুধু প্রয়োজন সঠিক যায়গাতে হাটা। আপনি ফ্রিলান্সিং করতে পারেন এর জন্য আপনাকে ভালোভাবে কাজে মনযোগ দিতে হবে। তো অনেকেই হয়তো এখনো ফ্রিলান্সিং এর নাম এর আগে শুনেননি আবার এর সাথে অনেকেই পরিচিত। ফ্রিলান্সিং সম্পর্কে আরেকটি পোস্ট করব সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। তারপরও একটু ধারণা দিয়ে রাখি ফ্রিলান্সিং হচ্ছে কোনো কাজ অনলাইনের মাধ্যমে কোনো ব্যাক্তি বা প্রতিষ্টানের কাছ থেকে করিয়ে নেওয়া।

অনলাইনে ভিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভলোপমেন্ট, সফটওয়্যার ডেভলোপমেন্ট, আর্টিকেল রাইটিং, মার্কেটিং, এসইও, ডাটা এন্ট্রি, ইত্যাদি।

এখান থেকে আপনার ভালো লাগে এবং আপনি ঘন্টার পর ঘন্টা করতে পারবেন এমন একটা কাজের পিছনে সময় দিন আমি আশা করি আপনি একদিন সফল হবেনই। আর অবশ্যই মনে রাখবেন এইসব কাজ কখনই মোবাইল দিয়ে করা বা শিখা সম্ভব না এর জন্য দরকার কম্পিউটার অথবা লেপটপ। আমি আবারও বলছি

প্রতিদিন অল্প একটু কাজ করেই আয় করতে পারবেন ২০ থেকে ৩০ হাজার টাকা। প্রতিদিন কয়েকটা ক্লিক করেই আপনি আরনিং করতে পারবেন লক্ষ লক্ষ টাকা

এসব কথা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কখনই এদের ফাদে পা ফেলবেন না। সুতরাং সময় থাকতে ভালো কিছু করার চেষ্টা করুন জীবনে উন্নতি করতে পারবেন । আর যদি আমার কথা আপনার ভালো না লাগে তাহলে আপনি এসব করতে পারেন সমস্যা নাই । আমার কথা একটাই দুই টাকা ইনকাম করে আপনার দশ টাকার সময় নষ্ট না করাই বেটার। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য আর যদি কোনো ভূল বলে থাকি ক্ষমাদৃষ্টিতে দেখবেন আল্লাহাফেজ।

1 comment:

write a comment here